মাদারীপুরে করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় জেলা পুলিশের প্রচারনা
শফিক স্বপন,মাদারীপুর
মাস্ক পরার অভ্যাস করোনামুক্ত বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতারণ ও পথসভা ও প্রচারনা করেছে মাদারীপুর জেলা পুলিশ।
রবিবার (২১মার্চ)বেলা ১১টায় প্রচারনাটি লেকপাড় শহিদ কানন চত্তর থেকে শুরু করে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যলায় এসে শেষ হয়। এবং বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল মাস্কবিহীন ব্যক্তিদের মাস্ক পরিয়ে দিয়ে বলেন , হঠাৎ করে দেশে করােনার সংক্রমণ বাড়তে শুরু করেছে । যেহেতু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে , সবার সচেতনতার অভাবের কারণেই সংক্রমণ বাড়ছে তাই সবাইকে সচেতন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিতেই এই কর্মসূচি ।
এছাড়াও কর্মসূচিতে জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় । প্রচারনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন ) মোঃ আব্দুল হান্নান , সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যসহ সাংবাদিকবৃন্দ।